• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বিএনপি অরাজকতা করলে জবাব দেওয়া হবে’

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১২:৩২

‘বিএনপি অরাজকতা করলে জবাব দেওয়া হবে’

স্টাফ রিপোর্টার: বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে’ রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। শনিবার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা আলাদাভাবে এ কর্মসূচি পালন করেছে। এসব সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতারা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি অরাজকতা করলে জবাব দেওয়া হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ২টায় নগরীর গণকপাড়া মোড় থেকে একটি মিছিল বের করা হয়। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করেনে নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন বেগম খালেদা জিয়া

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তিনি বলেন, ‘বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাঁর দল জনগণের দল নয়। এই দলকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এ জন্য বিএনপি আন্দোলনের নামে কোন অরাজকতা করলে তার জবাব দেওয়া হবে। তাদের জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।’

আরও পড়ুনঃ  ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে জামায়াতের শুভেচ্ছা

সমাবেশ পরিচালনা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এতে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর রানীবাজারে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেন। দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশ চলে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, এসএম একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, আব্দুস সামাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদক পূর্ণিমা ভট্টাচার্য প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675