• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ২:৫০

বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে

অনলাইন ডেস্ক : দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু আরিয়ানকে। গতকাল গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ভারতের রাজস্থানের দৌসায় ঘটেছে।

গত সোমবার বিকেলে খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যায় শিশু আরিয়ান। পরিবার পুলিশে খবর দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা। পাইপের মাধ্যমে তার কাছে পাঠানো হয় অক্সিজেন। পাশাপাশি ওই গভীর গর্তের ভেতরে শিশুর ওপর নজরদারি চালানোর জন্য একটি ক্যামেরাও নিচে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

কিন্তু ভাগ্য সহায় হয়নি। উদ্ধার কাজ চলার সময়েই ড্রিলিং মেশিন নষ্ট হয়ে যায়। পরে নতুন মেশিন এনে উদ্ধারকাজ শুরু হয়। সব মিলিয়ে পদে পদে আসছিল প্রতিকূলতা। পরে গতকাল বুধবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু এত চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প

এর আগে ২০০৬ সালে হরিয়ানায় ৬০ ফুট গভীর পরিত্যক্ত নলকূপে টানা দুই দিন বন্দি ছিল প্রিন্স নামে এক শিশু। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। শুধু প্রিন্স নয়, কয়েক বছর আগে ৮০ ফুট একটি গর্তে পড়ে যায় ১১ বছরের রাহুল সাহু। ১১০ ঘণ্টার চেষ্টায় তাকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। অতীতের এই উদাহরণগুলো দেখেই আশায় বুক বাঁধছিল শিশু আরিয়ানের পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। বাঁচানো গেল না আরিয়ানকে।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675