• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ব্যাট হাতে ঝড় তুললেন তামিম

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ৩:১১

ব্যাট হাতে ঝড় তুললেন তামিম

অনলাইন ডেস্ক : প্রায় ৭ মাস পর গতকাল (বুধবার) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে সাবেক বাংলাদেশ অধিনায়কের ফেরাটা মোটেও সুখকর ছিল না। আজ (বৃৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচেই তামিম ফিরলেন স্বরূপে। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন বাঁ-হাতি এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের এটি পঞ্চাশতম অর্ধশতক। অর্ধশতক করে অবশ্য তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩৩ বলে ৬৫ রান করেই বিদায় নেন তামিম। তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি তালুবন্দি হন খালেদ আহমেদের। তামিম আউট হওয়ার পরে অবশ্য দলীয় রানও বেশি হয়নি। ১০ ওভারেই দলীয় একশ তোলা দল শেষ পর্যন্ত ১৪৫ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

মূলত তামিমের বিদায়ের পর চট্টগ্রামের আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। সাব্বির হোসেন সিকদার করেন ১৫ রান। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয় ১৫ ওভারে। এর ভেতর চট্টগ্রাম ৯ উইকেটে ১৪৫ রান করে প্রথম ইনিংসে ইতি টানে।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

বিপরীতে সিলেট বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তোফায়েল আহমেদ ২ এবং এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, এর আগে গতকাল রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675