স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের সংগঠন, সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য এডভোকেট এমরান আলী সরকারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ১৭তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালাম আল-মাদানী।
আত্মজীবনী পাঠ করেন, মরহুম এমরান আলী সরকারের ছেলে, রাজশাহী মহানগর সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু। সভা সঞ্চালনা করেন মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল।