• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডাব তরমুজ লেবুর কদর

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৩:৪০

ডাব তরমুজ লেবুর কদর

স্টাফ রিপোর্টার: তাপপ্রবাহে পুড়ছে উত্তরাঞ্চল। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। তীব্র গরম থেকে বাঁচতে ফল খেয়ে শরীর ঠান্ডা করছে মানুষ। গরমে রাজশাহীতে বেড়েছে বাঙ্গি, তরমুজ, লেবু, বেল ও ডাবের চাহিদা। গরম ও রমজানে এসব ফলের চাহিদা দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এ কারণে রাজশাহীতে তাপমাত্রা বাড়ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১০ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার রেকর্ড করা হয় ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  সোমবার শেষ হচ্ছে রাবির একুশে বইমেলা

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে, কাঁচাবাজার থেকে ভ্যানগাড়ি সবখানেই মৌসুমি ফল বিক্রি হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা বেড়েছে। ছোট আকারের তরমুজ প্রতি পিস ৮০-১০০ টাকা, মাঝারি ১৫০-২০০ টাকা এবং বড় তরমুজ ২৫০-৩০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের বাঙ্গি ৫০-৮০, মাঝারি ১০০-১৫০ ও বড় সাইজ ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরায় তরমুজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। বাঙ্গি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি দরে।

গরমের কারণে গত কয়েকদিনে লেবু ও বেলের শরবত এবং ডাবের চাহিদা বেড়ে গেছে। জেলার বিভিন্ন স্থানে মৌসুমি শরবত ও ডাব ব্যবসায়ীদের বেচাকেনা করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  নিজেদের মধ্যে হানাহানি-বিষোদগার অপরাধীদের সুযোগ দিচ্ছে : সেনাপ্রধান

রাজশাহী সাহেব বাজারে বাঙ্গি ও তরমুজ বিক্রি করছেন মো. ফরিদ। তিনি বলেন, মাঝে বৃষ্টি হওয়ার কারণে বাঙ্গি ও তরমুজের দাম কমেছিল। কিন্তু অনেকেই তখন কেনেননি। এখন আবার খরা চলছে। তাই মানুষ বেশি করে কিনছে। তিনি বলেন, আগে প্রতিদিন সবমিলিয়ে চার মণ মাল বিক্রি করতাম। এখন ১০-১২ মণ বিক্রি করি। গরমে চাহিদা বেড়ে যাওয়ায় ফলেরও দাম বেড়েছে।

সাহেব বাজার এলাকায় ভ্যানে করে লেবু ও ডাব বিক্রি করছেন মাসুদ রানা। প্রতি পিস লেবু ১০ টাকা ও ডাব আকারভেবে ৫০-৮০ টাকা দামে বিক্রি করতে দেখা যায় তাকে। মাসুদ রানা বলেন, গরমের কারণে মানুষ ইফতারি কম কিনে লেবু ও ডাব কিনছেন। প্রতিদিন গড়ে ২০০ লেবু ও ১০০ ডাব বিক্রি হচ্ছে। আগে যেখানে ৩০ থেকে ৪০টির মতো বিক্রি হতো।

আরও পড়ুনঃ  কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন

 

ডাব কিনতে এসেছেন সাথী রহমান। তিনি বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। সেইসঙ্গে চলছে রমজান মাস। তাই ইফতারের পর কিছুটা শান্তি পেতে ডাব কিনছি। কিন্তু ডাবের দাম বেড়ে গেছে।

পাশের দোকানেই তরমুজ কিনছিলেন মুক্তি বেগম। তিনি বলেন, বাড়ির সবার জন্য আমাকে ভাবতে হয়। এই গরমে ইফতারে ভাজাপোড়া কম করে ফল বেশি বেশি খেতে হবে। তাই কিছু ফল কিনতে এসেছি।

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:১৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675