• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

২৯ রানেই দশ উইকেট তুলে নিলো বাংলাদেশ, ১২০ রানের বিশাল জয়

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ৫:২৮

২৯ রানেই দশ উইকেট তুলে নিলো বাংলাদেশ, ১২০ রানের বিশাল জয়

অনলাইন ডেস্ক : প্রতিপক্ষ ব্যাটারদের স্কোরকার্ড দেখলে ১১ ডিজিটের ফোন নাম্বার বলে ভুল করতে পারেন যে কেউ। যেখানে সর্বোচ্চ রান ১২ এসেছে অতিরিক্ত থেকে। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার মেয়েদের ওপর ঠিক এতটাই দাপট দেখিয়েছে বাংলাদেশের কিশোরীরা। তাতে নেতৃত্ব দিয়েছেন নিশিতা আক্তার নিশি। ৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

মালয়েশিয়ার হয়ে তিনজন মেরেছেন ডাক। চারজন ফিরেছেন ১ রান করে। ২ রান একজনের। ৩ রান করেছেন দুইজন। আর সর্বোচ্চ ৫ রান নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। বোলারদের এমন পারফরম্যান্সে ২৯ রানেই গুটিয়েছে মালয়েশিয়ার মেয়েরা। ১২০ রানের বড় এক জয় পেয়েছে সুমাইয়া আক্তারের দল।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

বোলিং ইউনিটে আক্ষেপ বরং করতে পারেন ফারজানা ইয়াসমিন। ৩ ওভার বল করে খরচ করেছেন ৮ রান। কিন্তু উইকেটের দেখা তিনি পাননি। নিশিতার ৫ উইকেটের সঙ্গে আনিসা সোবা পেয়েছেন ২ উইকেট। আর হাবিবা ইসলামের উইকেট ৩টি। বোলারদের মধ্যে উইকেটশূন্য থেকেছেন কেবল ফারজানাই।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

ব্যাট হাতেও দাপট ছিল বাংলাদেশেরই। যদিও নিজেদের দারুণ শুরুর ইনিংসগুলোকে বড় করতে পারেননি কেউই। ফাহমিদা ছোঁয়া ২১ বলে করেছেন ২৬। ইভার ইনিংস ১৬ বলে থেমেছে ১৯ রান করে। অধিনায়ক সুমাইয়া ১১ বলে ১২ রান করেছে হয়েছেন আউট। তবে বাংলাদেশের স্কোর বড় করেছেন জান্নাতুল মাওয়া আর সাদিয়া আক্তার।

মাওয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। আর শেষে এসে ১৯ বলে ৩১ রানের ঝড় তুলেছেন সাদিয়া। দুজনের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১৪৯। জবাবে মাত্র ২৯ রানেই প্রতিপক্ষের সব উইকেট তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। আজ জয় এসেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে তারা।

সর্বশেষ সংবাদ

প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675