• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেঞ্চুরির পর জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বিজয়

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:০৮

সেঞ্চুরির পর জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বিজয়

অনলাইন ডেস্ক : চলমান এনসিএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। আজ (মঙ্গলবার) খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ১০১ রানের ইনিংস খেলার পর দলের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন। এ সময় জাতীয় দলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন হয় বিজয়কে।

জবাবে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘দেখুন চ্যালেঞ্জ একটা আছে খেলোয়াড়ের হিসেবে খেলোয়াড়ের, আরেকটা থাকে নিজের ওপর। আমার উন্নতি হচ্ছে কি না, দলে অবদান রাখতে পারছি কিনা, যখন আমার যে ভূমিকা থাকে সেটা পালন করতে পারছি কি না এসব খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলব বা… আমি যদি এখানে ভালো করতে থাকি আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু বলবে এই খেলোয়াড় ভালো খেলছে, আপনি কেন জাতীয় দলে নিচ্ছেন না।’

আরও পড়ুনঃ  ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা

ভালো ব্যাটিং করলেও জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ জানালেন বিজয়, ‘আমি যদি ভালো খেলি নির্বাচকরা দেখবে, সবাই দেখবে এই খেলোয়াড়টা ভালো আছে দলের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার খেলোয়াড় ভালো খেলে, কিন্তু তার জায়গায় ইতোমধ্যে খেলোয়াড় থাকে হয়তো সেও ভালো খেলছে। সে কারণে সুযোগ পায় না। সেটাও বুঝতে হবে। আমার কাছে মনে হয় দলের যখন প্রয়োজন হবে, দল যদি চায় এই খেলোয়াড়কে দরকার, এই ভূমিকা পালন করবে তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, যে কারও ক্ষেত্রেও হতে পারে।’

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

সেঞ্চুরির পেলেও নিজের ব্যাটিং ভালো হয়েছে বলে মনে করেন না ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমি খুব ভালো ব্যাটিং করেছি তা না। আমার কাছে মনে হয়েছে আমি খুব চেষ্টা করেছি মারার, রান বের করার। আসলে আমি পারছিলাম না, খুবই চেষ্টা করছিলাম। যখন ১৬ ওভার পর্যন্ত ধারাবাহিকভাবে চেষ্টা করেছি মারার, কিন্তু হচ্ছিল না ব্যাটে-বলে। এরপর মোমেন্টাম পেলাম, কিছু বল ব্যাটে লাগল এবং যখন স্কোরবোর্ডে দেখলাম ৮৮ রান, তখন মনে হয়েছে এক ওভার বাকি আছে দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগপর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি।’

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স লিগে যাদের চ্যাম্পিয়ন দেখছেন ইংলিশ কিংবদন্তি স্কোলস

প্রসঙ্গত, ৬৭ বলে ১০১ রান করা বিজয়ের ব্যাটে ভর করে ১৮০ রানের পুঁজি গড়ে খুলনা। বিপরীতে নির্ধারিত ওভার শেষে ঢাকা বিভাগ সর্বসাকুল্যে ১৫৯ রান তুলতে সক্ষম হয়। ফলে খুলনা জয় পেয়েছে ২১ রানে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675