• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সাংবাদিক শিশুকন্যার মৃত্যু

প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ৩:৫৩

বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সাংবাদিক শিশুকন্যার মৃত্যু

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সময় টিভি’র সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র সন্তান ৯ মাসের শিশুকন্যা আলিজা খাতুন আগুনে পুড়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের শিমুলতলা গ্রামে সাংবাদিক আলতাফ হোসেনের বাড়িতে আগুন লেগে বসবাসের ৪টি কক্ষ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হওয়ার পর সকলেই বের হয়ে নেভাতে এসে আর ঘরে ফিরে যেতে পারেনি। এরই মধ্যে আটকে পড়ে শিশুকন্যাটি এবং সেখানেই পুড়ে সে মারা যায়। শিশুটির মা আগুন টপকিয়ে উদ্ধার করার চেষ্টা করার সময় আকস্মিক অজ্ঞান হয়ে যায়। এতে সে কিছুটা আহত হয়। রাতেই স্থানীয় চিকিৎসক ডেকে তাকে চিকিৎসা করানো হয়। নিহত শিশুটির পিতা আলতাফ হোসেন সময় টিভি’র প্রধান কার্যালয়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। সাংবাদিক আলতাফ ওই এলাকার কায়েস মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, আগুনে আনুমানিক ১০ লক্ষ টাকার আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675