• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফরিদপুরে শিক্ষার্থীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, ২ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪

ফরিদপুরে শিক্ষার্থীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

আসামি সিফাত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্লার ছেলে এবং অপর আসামি সজল শেখ (১৯) একই উপজেলার মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু শিক্ষার্থী জিহাদকে ধরে নিয়ে ৫ লাখ টাকা দাবি করে মাধবপুর একটি কবরস্থানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের একটি দল। জিহাদ একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ  জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি আ. ম. ম নাসির উদ্দীন

শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য দেখা যায়। এ ঘটনার পরেরদিন ৮ ডিসেম্বর শিক্ষার্থীর বাবা কোতোয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে র‌্যাব আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও সিনিয়র পুলিশ সুপার তাপস তাপস কর্মকার জানান, শিশুকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে নির্যাতনের ঘটনায় গত ১০ ডিসেম্বর দুপুরে বিচারের দাবিতে ফরিদপুর শহরের আলীপুর সড়কের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর থেকে প্রশাসন আসামিদের ধরতে অভিযান শুরু করে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675