• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিপ্লব মোল্লা (২৫), জালাল মোল্লা (৫০), মতি মোল্লা (৩০), সাইফুল মোল্লা (৫৫), আকুবালী মোল্লা (৫০), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), বাবু শেখ (২৮) ও রাব্বি মোল্লা (৩০)। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

স্থানীয়রা জানান, দিঘলকান্দা গ্রামের আপন চাচাতো ভাই আকুব আলী মোল্লা ও নজর আলী মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। এরই জের ধরে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আকুব আলী ও নজর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতিসহ মারামারি হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান, প্রতিবেশীদের হামলায় নিহত ১

এ ঘটনার জের ধরে শনিবার সকালে গ্রামবাসী আকুব আলী ও নজর আলীর পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে দেশি অস্ত্র, ঢাল, কাতরা, টেঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে দুটি দোকান, পাঁচ-ছয়টি বাড়ি, একটি গ্যারেজ ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ভাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675