• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ

প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ৬:০৭

আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে ১৫০০ পরিবার টিসিবির পরিবার কাডের আওতায় রয়েছে। এসব পরিবার স্মাটর্কাডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই কার্ক্রমের উদ্বোধন করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মো: খবিরুল ইসলাম। স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে ইউনিয়নে ০৯ টি ওয়াডের সংস্লিষ্ট ওয়াড সদস্যের মাধ্যমে।এসময় যারা স্মার্ট কার্ড পাবেন, তাঁরা স্মার্ট কার্ড পন্য নেবেন। আর যারা স্মার্ট কার্ড পান নাই তারা পুরোনো কার্ডেই পণ্য নিতে পারবেন। তবে সারাদেশে কার্ড বিতরণের কাজ শেষ হলে টিসিবির পণ্য কিনতে স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে বলে জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: খবিরুল ইসলাম। মাসে পরিবার কার্ডধারী একজন ক্রেতা সবোচ্চ, দুই লিটার সোয়াবিন তেল পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সোয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা। আর প্রতি কেজি চাল ৩০ টাকা,মসুর ডাল ৬০ টাকা ও প্রতি কেজি চিনি ৭০ টাকা দামে বিক্রি করবে টিসিবি। টিসিবি আগে খোলা বাজারে ট্রাকে করে পণ্য বিক্রি করতো। পণ্য বিত্রিতে তখন বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা শোনা গেছে। তবে গত বছরের মাঝামাঝি থেকে সরকারি সংস্থাটি পরিবার কাডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে পরিবার কাড বিতরন সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মো: আব্দুল হাকি মশেখ, মো: গোলাম হোসেন, মো: ময়াজ্জেম হোসেন, মো: ওয়াদুদুদ বিশ্বাস, মো: আক্কাছ আলী শেখ, মোছা: রহিমা বেগম, পেয়ারা বেগম ও নাগিস বেগম প্রমূখ।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675