• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ৮:৩৪

রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

অনলাইন ডেস্ক : সম্প্রতি বারাণসিতে শো করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর আয়োজকদের ‘দায়িত্বজ্ঞীন’ বলে ক্ষোভ প্রকাশ করেন এই গায়ক।

শোয়ের অব্যবস্থাপনা দেখে মারাত্মক হতাশ মোনালি। শিল্পীর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা ছিল যে, তিনি সেখানে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেতে পারতেন।

আরও পড়ুনঃ  অস্কারের প্রয়োজন নেই, জাতীয় পুরস্কারই যথেষ্ট : কঙ্গনা

এক ভিডিও বার্তায় গায়িকা বলেন, ‘আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এমন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!’

আরও পড়ুনঃ  রং ছাপিয়ে প্রেমের জোয়ার!

মোনালির সংযোজন, ‘অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছাব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব।’

আরও পড়ুনঃ  বিদেশিদের অভিনয়ে গুজব নিয়ে এবারের ইত্যাদিতে বিশেষ আয়োজন

এরপর মোনালি বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675