• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

খেলা চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৫:১০

খেলা চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম

অনলাইন ডেস্ক : সিরিজের ভাগ্য আগেই ঠিক হয়ে যাওয়ায় কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের তৃতীয় একদিনের ম্যাচ। এদিন খেলার বাইরে অন্য আনন্দে মাতল ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ম্যাচ চলাকালে সন্তানের জন্ম দিলেন এক মা। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

খেলা চলাকালীন এক তরুণীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলে সন্তানের জন্ম দেন ওই মা। এই খুশির খবর সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় আরও একজনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

এমন আবহের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সফল মোহাম্মদ রিজওয়ান। সিরিজসেরা হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

গতকাল (সোমবার) জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675