• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মদের বোতল নিয়ে বিতর্কের মুখে ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ ৭:৫১

মদের বোতল নিয়ে বিতর্কের মুখে ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা টেলিভিশনে ‘মা’ সিরিয়ালের কথা নিশ্চয়ই মনে আছেন অনেকের। সিরিয়ালে এক অসহায় সন্তান ঝিলিকের চরিত্র সে সময় ব্যাপকভাবে দর্শকের মন কাড়ে, তৈরি হয় সে চরিত্র নিয়ে দর্শকমনে এক আবেগের জায়গা।

ঝিলিকের চরিত্রটি তখন শিশুশিল্পী হিসেবে ফুটিয়ে তুলেছিলেন তিথি বসু। কিন্তু তাতে কি, দর্শকের কাছে তার পরিচিতি সেই ঝিলিক হিসেবেই। তখনকার সেই ছোট্ট ঝিলিক দর্শকের চোখের আড়ালে কবে বড় হয়ে গেছেন তা অনেকেই টের পাননি।

আরও পড়ুনঃ  খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকেন তিথি। রয়েছে তার লাখো অনুরাগী সংখ্যা। তাদের মাঝে কখনো বিভিন্ন সাজ-ভূষায় মেলে ধরেন নিজেকে; কখনো সাহসী অবতারেও মেলে ধরেন। কিন্তু এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যাতে রীতিমতো বিতর্কের মাঝে পড়েছেন ঝিলিক খ্যাত এই অভিনেত্রী।

সড্যই জীবনের ২৪ বসন্ত পার করলেন তিথি। আর এই জন্মদিবস ঘিরেই যত বিতর্ক! বিষয়টি খুলে বললে, সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন তিথি। তাতে দেখা যায়, জন্মদিনের সেলিব্রেশনে মদের বোতলে চুমু খাচ্ছেন তিনি। আরেক হাতে জন্মদিনের কেক।

আরও পড়ুনঃ  বুবলীর নতুন অধ্যায় শুরু

তিথির সেই পোস্টের মন্তব্য ঘরে রীতিমতো ছি-ছি করতে থাকে লোকজন। এক নেটিজেন লেখেন, ‘এটা কি নারী-স্বাধীনতা?’ অপর একজন লেখেন, ‘বাঙালি সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’ যদিও এসব কোনো মন্তব্যের জবাব দেননি তিথি।

আরও পড়ুনঃ  ‘কখনোই অভিনেতা বিয়ে করবে না’, মেয়ে সোহাকে শর্মিলা

অতীতে নাকি পর্নস্টার তকমাও পেয়েছেন তিথি। একবার এমন কটাক্ষ নিয়ে তিথি বলেছিলেন, ‘ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি, এত ট্রোলিং এর শিকার হয়েছি, কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার?’

পোশাক নিয়েও কোনো ছুঁতমার্গ নেই তিথির। অভিনয় এখন তাকে সেভাবে টানেও না। বরং সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েনসার হিসেবেই নিজের ক্যারিয়ার সাজাচ্ছেন তিনি।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675