অনলাইন ডেস্ক : জাপানি অটোমোবাইল কোম্পানি সুজুকির সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন। লিম্ফোমায় আক্রান্ত এই সফল ব্যবসায়ী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯৪ বছর বয়সে মারা যান।
ওসামু সুজুকি ১৯৫৮ সালে গাড়ি নির্মাতা সংস্থা সুজুকিতে যোগদান করেছিলেন। তিনি সুজুকির প্রতিষ্ঠাতাদের একজনের মেয়েকে বিয়ে করেন। তার নামের শেষ অংশ নিয়েই রাখা হয় সংস্থার নাম।
বিশ বছর পরে তিনি কোম্পানির প্রেসিডেন্ট হন। জাপানে কম খরচে যানবাহন উৎপাদনের পাশাপাশি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল বাজারে ব্যাপক জনপ্রিয়তা পান।
ওসামু সুজুকির নেতৃত্বে সুজুকির বিক্রি এখন পর্যন্ত দশগুণ বেড়েছে। যদিও সুজুকি বৃহত্তর কর্পোরেশনগুলোর তুলনায় জাপানে একটি ছোট খেলোয়াড়। তবে ২০২৩ সালের হিসাবে ভারতে এর বাজারের অংশীদারিত্ব ৪০ শতাংশেরও বেশি।
ওসামু সুজুকি ২০১৫ সালে ৮৫ বছর বয়সে কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং তার ছেলে তোশিহিরো সুজুকির কাছে পদটি হস্তান্তর করেন।-ইত্তেফাক