• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঠাণ্ডায় জমে যাওয়া শিশুকে নিয়ে ফিলিস্তিনি বাবার আর্তনাদ

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:২৬

ঠাণ্ডায় জমে যাওয়া শিশুকে নিয়ে ফিলিস্তিনি বাবার আর্তনাদ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া নবজাতককে নিয়ে আর্তনাদ করতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবাকে।

ফিলিস্তিনি অধিকারকর্মী আব্দেলহাকিমের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের নিথর দেহ নিজের বাহুতে ধরে রেখেছেন তিনি। এই বাবা তার সন্তানকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা এখন তার অন্য সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

তিনি বলেন, “এখানে কোনো তাঁবু বা আশ্রয়কেন্দ্র নেই। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের সবার বিচার করুক আল্লাহ। এই হলো আমার সন্তান জুমা। তার কী দোষ ছিল? কেন তাকে ঠাণ্ডায় জমে মরতে হলো?” তিনি আরও বলেন, “আমরা ইহুদিদের কারণে মারা যাইনি। আমার সন্তান ঠাণ্ডা আর ক্ষুধায় মারা গেছে।”

আরও পড়ুনঃ  ফের যুদ্ধ বাঁধার শঙ্কা কাটল, ইসরায়েলে গেলো সঠিক মরদেহ

প্রায় ১৫ মাস ধরে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজার এমন কোনো ভবন নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি। এতে উপত্যকাটির ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই অস্থায়ী জায়গায় থাকছেন। অনেকে আবার থাকছেন খোলা স্থানে। শীতকাল আসার পর সেখানকার মানুষ আরও কষ্টে পড়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে শীতের প্রয়োজনীয় উপকরণও যেতে দিচ্ছে না। এতে করে ঠাণ্ডায় জমে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে সতর্ক করলেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675