• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএলের জার্সি যেন সমর্থকদের জন্য ‘সারপ্রাইজ প্যাকেজ’

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৭:০৪

বিপিএলের জার্সি যেন সমর্থকদের জন্য ‘সারপ্রাইজ প্যাকেজ’

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ডিং আর দর্শকদের সঙ্গে দূরত্বের আদর্শ চিত্র হয়ত এটাই। বিশ্বের বাদবাকি ফ্র্যাঞ্চাইজ লিগের জার্সি আর ফ্যানক্লাব নিয়ে ব্যাপক মাতামাতি থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু থেকেই পিছিয়ে এমন ব্র্যান্ডিং নিয়ে। অবস্থা এমনই শোচনীয়, ১১তম বিপিএল শুরুর একদিন আগেও ভক্তরা দেখতে পাননি নিজ নিজ দলের জার্সি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই জার্সি নিয়ে আছে নানা প্রশ্ন। ফ্র্যাঞ্চাইজগুলো নিজস্ব ওয়েবসাইট বা মার্চেন্ডাইজ বিক্রির কোনো ব্যবস্থা নেই। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন খেলাধুলার দোকান কিংবা মাঠের বাইরে থাকা হকাররাই জার্সি বেচাকেনার উৎস। অফিসিয়াল জার্সির স্বাদ থেকে বরাবরই বঞ্চিত বিপিএল। চলতি বছরেও সেই পুরাতন রীতি থেকে বেরিয়ে আসা হয়নি ফ্র্যাঞ্চাইজগুলোর।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

এখন পর্যন্ত বিপিএলে জার্সি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে কেবল রংপুর রাইডার্সের। সেটাও গ্লোবাল সুপার লিগের সুবাদে। এছাড়া ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের জার্সি নিয়ে ধারণা পাওয়া যায়নি মোটেই। ঢাকা ক্যাপিটালসের জার্সি সম্পর্কে খানিক ধারণা পাওয়া সম্ভব তাদের মিউজিক ভিডিওর ট্রেইলার থেকে। এর বাইরে আনুষ্ঠানিক ঘোষণা নেই।

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

একমাত্র সিলেট স্ট্রাইকার্স তাদের ম্যাচজার্সি সামনে এনেছে। তাদের অবশ্য ম্যাচ জার্সি পাওয়ার উপায়টাও বলা হয়েছে নিজেদের ফেসবুক পেইজ থেকে। জার্সি নিয়ে বেশ পেশাদার আচরণই দেখিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

এছাড়া বাদবাকি দলগুলো নিজেদের প্র্যাকটিস জার্সি সামনে আনলেও ম্যাচ জার্সিটা রেখে দিয়েছে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই। ম্যাচের দিনই হয়ত প্রকাশ্যে আসবে সেসব জার্সি। ভক্তদের হাতে সেই জার্সি ঠিক কবে পৌঁছুবে তা নিয়ে আছে বড় প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675