• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৫০

বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিকেলে ভবানীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন ভবানীগঞ্জ পৌরসবার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক। অন্যদিকে ভোটাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি শাহাদত হোসেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত খালেক। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোহাম্মদ সামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, তাহেরপুর পৌর যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. সামসাদ জাহান মিতালী, উপজেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীন। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

 

 

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675