• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ভেঙে গেছে রেললাইনের পাত, ধীরগতিতে চলছে ট্রেন

প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ৬:২৬

রাজশাহীতে ভেঙে গেছে রেললাইনের পাত, ধীরগতিতে চলছে ট্রেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা রেললাইন মেরামতের কাজ করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

এর আগে গত ৮ ডিসেম্বর একই জায়গায় রেল লাইন ভেঙে গিয়েছিল। এক মাসের ব্যবধানে একই জায়গায় দুইবার ট্রেনের লাইন ভাঙলো। বর্তমানে ভাঙা রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙা দেখে স্থানীয় এক ব্যক্তি রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে ভাঙা লাইনের ওপর দিয়েই বরেন্দ্র এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই : রাজশাহীতে আইন উপদেষ্টা

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন দ্রুত মেরামতের জন্য কাজ করছে কর্মীরা। ট্রেন ধীরগতিতে পার হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675