• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

২০২৫ নিয়ে যে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস দুজনই

প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ৮:৫৫

২০২৫ নিয়ে যে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস দুজনই

অনলাইন ডেস্ক : বহু বছর আগেই বুলগেরিয়ার অন্ধ ও রহস্য নারী বাবা ভাঙ্গা এবং ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস ২০২৫ সালের জন্য একটি অভিন্ন এবং ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন। তাদের মতে, ২০২৫ সালে ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে।

দুই ঐতিহাসিক ভবিষ্যদ্বক্তার এই সাদৃশ্যপূর্ণ ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে তুমুল বিতর্ক এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মারা যান। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে গেছে বলে দাবি করা হয়। সমর্থকেরা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেন হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঠিক পূর্বাভাস দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

অন্যদিকে নস্ত্রাদামুস তাঁর ষোড়শ শতকের বই লেস প্রোফেসিসে লিখিত অসংখ্য ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত।

ডেইলি মেইল জানিয়েছে, ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীগুলো হলো—ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ হবে। যুদ্ধটি এই মহাদেশের জনসংখ্যার একটি বড় অংশকে ধ্বংস করবে। রাশিয়া টিকে থাকবে এবং বিশ্বে আধিপত্য বিস্তার করবে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প এবং সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের মতো প্রাকৃতিক বিপর্যয় বিশ্বকে নাড়া দেবে।

আরও পড়ুনঃ  পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

অন্যদিকে ২০২৫ সাল নিয়ে নস্ত্রাদামুস তাঁর বইতে লিখে গেছেন—ইউরোপ অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক শত্রুতায় নিমজ্জিত হবে। ব্রিটেন একটি ধ্বংসাত্মক যুদ্ধ এবং মহামারির পর ধ্বংসস্তূপে পরিণত হবে। অতীতের মহামারির মতো এক ভয়াবহ শত্রু ফিরে আসবে, যা সম্পূর্ণ ভিন্ন এবং মারাত্মক হবে। এ ছাড়া বিশ্বে পশ্চিমা প্রভাবের পতন এবং নতুন বিশ্বশক্তির উত্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নস্ত্রাদামুস।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস উভয়েই ২০২৫ সালকে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের ভবিষ্যদ্বাণীগুলো ইউরোপের রাজনীতি, অর্থনীতি এবং জনগণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই ধরনের ভবিষ্যদ্বাণীগুলো বিশ্বাস বা অবিশ্বাসের বিষয়। অনেকেই মনে করেন, এই ধরনের ভবিষ্যদ্বাণী অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা হতে পারে। তবুও মানুষের কৌতূহল এবং বিতর্কের জন্য এগুলো নতুন আলোচনার সূত্রপাত করে।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675