আরিফুল ইসলাম, রাজশাহী: মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহী-এর অবসরজনিত সবার প্রিয় বিদায়ী সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ স্যারকে দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিশিষ্ট বিজ্ঞানী ও ম্যানেজিং কমিটি তাঁকে সংবর্ধনা দেন।
বিদায়ী শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ১৯৮৩ সাল থেকে সুনামের সহিত শিক্ষাদান দিয়ে আসছেন এবং বর্তমানে তাঁর ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। বিদায়বেলার এমন আয়োজনে বিদায়ী শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ তাঁর কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মহান এ শিক্ষাগুরুকে আর কোনদিন আমরা শ্রেণিকক্ষে পাঠদানে উপস্থিত পাবো না। তিনি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন।
বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল-এর সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের উর্দ্ধতন একঝাক বিজ্ঞানী ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল ও ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. সেলিম খান বিদায়ী সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ- এর হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।