• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মুশফিককে নিয়ে সুখবর দিলো বরিশাল

প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ ৬:১৩

মুশফিককে নিয়ে সুখবর দিলো বরিশাল

অনলাইন ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। চোট পাওয়ার পর আর মাঠে দেখা যায়নি তাকে। তবে ফরচুন বরিশালের ভক্তদের জন্য সুখবর, মুশফিকের সেই চোট গুরুতর কিছু নয়। রংপুরের পরের ম্যাচে খেলতে পারবেন তিনি।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করা এই ব্যাটার রংপুরের বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তার।

আরও পড়ুনঃ  অক্ষরের হ্যাটট্রিক মিস, তবুও ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

গতকাল রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন, পরের ম্যাচে খেলার মতো ফিট আছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

আগামী ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। সেই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল বরিশালের প্রধান কোচের কাছে। এমন প্রশ্নের জবাবে বাবুল বলেছেন, ‘হ্যাঁ, খেলবে।’

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

মুশফিকের আঙুলের চোট অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেখা গেছে। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675