• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে দূর্ধষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৪:১১

চাঁপাইনবাবগঞ্জে দূর্ধষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুর্ধর্ষ মাদক ব্যাবসায়ী রিতা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসা. রিতা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মো. রবিউল শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে, বারঘরিয়া কাজিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে।

আরও পড়ুনঃ  ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই ডিসি

পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউর ইসলামের নেতৃত্বে কাজিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় পুলিশ দেখে বাড়ির অনান্য মাদকব্যাবসায়ী রবিউল, শিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া তথা ২৫০ গ্রাম মাদক গাঁজা জব্দ করে পুলিশ।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র। তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ চক্রের মাদক ব্যাবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় মাদক আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চক্রের অনান্য মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি রইস উদ্দিন।

আরও পড়ুনঃ  পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি টেনে নিয়ে গেলেন চালক

উল্লেখ্য, রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজিপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675