অনলাইন ডেস্ক : আগামীকাল রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত ৮টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৮টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনে চিকিৎসার জন্য যাবেন খালেদা জিয়া। তার এই সফরকে সামনে রেখেই নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন।-ইত্তেফাক
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।