• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৪:৩৪

বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

বাগমারা ( রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ৫ আগস্ট এর ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাগমারায় কয়েকদিন গ্রেফতার অভিযান সীমিত করলেও রাতের বেলায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার পর পুলিশ তৎপর হয়ে উঠেছে। শনিবার রাতে উপজেলায় বিভিন্ন অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়। গত শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। এরপর বিএনপি ও যুবদল ওই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন মিছিল সমাবেশ করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন

শনিবার রাতে পুলিশের একটি দল উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালায়। সেখান থেকে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউপির সাবেক সদস্য আবু বাক্কার (৫৫) ও আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) আটক করে পুলিশ। এ ছাড়া রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও ছয়জনকে আটক করে।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল ওরফে রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক ওরফে রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিরা গত ৫ আগস্ট উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই সব ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে তোলা হবে। তাঁরা দেয়াল লিখনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675