ঢাকাMonday , 6 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন সুজন

subadmin
January 6, 2025 6:02 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : গেল বছরের আগস্টে নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে রদবদল। নতুন দায়িত্ব নেওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদীন ফাহিম।

তবে কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তার। বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

পরে অবশ্য সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক জানিয়েছিলেন সব ঠিক হয়ে যাওয়ার কথা। এর একদিন পর আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’

সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’

আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।