• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৮:২৫

অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করেছে। শীর্ষ দুই ক্রীড়া ফেডারেশনের পর বাংলাদেশের অন্যতম বড় ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও গঠনতন্ত্র সংশোধন ও যুগপোযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সম্প্রতি নির্বাহী সভায় গঠনতন্ত্র যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করে। এরই আলোকে গত পরশু ছয় সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন হয়েছে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খানকে।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

এই কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিস সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন। এই কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব)। গঠনতন্ত্র পর্যালোচনা বিষয়ক কমিটিতে বিওএ বর্তমান নির্বাহী কমিটি এবং বিওএ সচিবালয়েরও কেউ নেই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছয় সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বিওএ গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করার সুপারিশ করার অনুরোধ করা হয়েছে। কমিটির আহ্বায়ক আখতার হোসেন খান নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী,‘ বিওএতে গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে ইতোপূর্বে কিছুটা কাজ করা রয়েছে। পাশাপাশি আইওসি’রও একটি নির্দেশনা রয়েছে। এই দু’টির সম্মিলনে আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই পর্যালোচনা প্রতিবেদন পেশ করতে পারব।’

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এটি বিওএ নির্বাহী সভায় উঠার কথা। নির্বাহী সভা থেকে পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত হতে হবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। গঠনতন্ত্র সংশোধন/পরিবর্তনে এজিএমে পাশের পাশাপাশি আইওসি ও ওসিএ থেকেও অনুমোদনের প্রয়োজন পড়বে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675