• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ঝড় ও শিলায় আমের ক্ষতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৫:২১

রাজশাহীতে ঝড় ও শিলায় আমের ক্ষতি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় এ শিলাবৃষ্টি হয়। এতে অনেক আম ঝরে ঘেছে। একইসঙ্গে বোরো ধানেরও কিছুটা ক্ষতি হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর আকাশে মেঘের ঘনঘটা দেখা দেয়। তার কিছুক্ষণ পরে শুরু হয় বাতাস। বাতাসের সঙ্গে ঝরতে থাকে বৃষ্টি। বৃষ্টির সময় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী এলাকায় শিলাবৃষ্টি হয়। বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় আমের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো ধানেরও ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

নগরীর বুধপাড়ায় বাগানে আম কুড়িয়েছেন শামসুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুই বস্তা আম কুড়িয়েছি। বেশির ভাগ আমের বোঁটা শুকনো। আমগুলো অপরিপক্ব, তাই পাকার সম্ভাবনা নেই। আচার ও রান্না করে খেতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ২

বড়গাছী এলাকার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, শিলাবৃষ্টিতে ব্যাপক আম ঝরেছে। বাগানে আমের পালা পড়ে গেছে। এছাড়া জমিতে পাকা বোরো ধানও কিছুটা নষ্ট হয়েছে। ১৬ কাঠা জমিতে বোরো ধান রয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার পর গিয়ে দেখি অনেক ধান ঝরে গেছে।

আমচাষি রায়হান বলেন, দীর্ঘ দাবদাহের কারণে আমের বোঁটা শুকিয়ে গিয়েছিল। তাই বাতাসের কারণে অনেক আম ঝরে গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় শান্তি ও সম্প্রীতি করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে ঝড়ো হাওয়া বইছে। যার গতি ঘণ্টায় ৪১ কিলোমিটার। তবে আবহাওয়া অফিস এলাকায় বৃষ্টি হয়নি। তাই বৃষ্টিপাতের খবর বলা যাচ্ছে না।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, বৃষ্টিপাত হয়েছে। তবে শিলাবৃষ্টির খবর জানি না। খোঁজ নিয়ে দেখা হবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675