• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জুয়ার নেশায় নিঃস্ব শিক্ষার্থী, চুরি দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১০:৩৮

জুয়ার নেশায় নিঃস্ব শিক্ষার্থী, চুরি দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

অনলাইন ডেস্ক : অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়েন এক শিক্ষার্থী। বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার নাম করে আনা টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন। পরে টাকা জোগাড়ে নেমে পড়েন চুরি-ছিনতাইয়ে। সেই চুরির ঘটনা দেখে ফেলায় গৃহকর্মী মাসুদাকে খুন করেন ওই শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী।

আরও পড়ুনঃ  মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শিক্ষার্থী আবির আল রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। রাফি নোয়াখালী জেলার সদর উপজেলার চর মটুয়া গ্রামের মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভাস্থ ফলেশ্বর এলাকার সাবেক কমিশনার ফারুকের বাড়িতে গৃহকর্মী মাসুদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির আল রাফি। হত্যাকাণ্ডের পর নিজের পরনের রক্তমাখা জামা কলেজের পেছনের ড্রেনে ফেলে দিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান তিনি। প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, ‘জিজ্ঞাসাবাদে আবির আল রাফি জানান, বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলে লোকসানে পড়েন। সেই টাকা জোগাড় করতে ল্যাপটপের কথা বলে বাবার কাছ থেকে টাকা আনেন। বাবার দেওয়া টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন তিনি। পরে জুয়ার নেশায় টাকা জোগাড়ে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে ঢোকেন। এসময় ফারুকের গৃহকর্মী রাফিকে দেখে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। পরে গৃহকর্মীর মৃত্যু হলে ওই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করে।’-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675