মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

অনলাইন ডেস্ক : তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

প্রতিবেদন পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে। নিউজ আপডেটে বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।’

আরও পড়ুনঃ  ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান কে বলেছেন, ‘তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।

আরও পড়ুনঃ  ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

উল্লেখ্য, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন।

আরও পড়ুনঃ  যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

তৎকালীন আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট মাসুদা ভাট্রির সাথে এক টিভি টকশো’তে মন্তব্যকে ঘিরে মইনুল হোসেনের কারাবরণে ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তখনকার পরিস্থিতিতে সরকারের দমন-পীড়ন ও কঠোর মনোভাবের কারণে মানুষ প্রতিবাদও করতে পারেননি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *