বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নাককাটি বিলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন।
শনিবার বিকেল ৪টার দিকে ঐতিহাসিক নাককাটি বিলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে মার্চ মাসে নাককাটি বিলে এলাকার কৃষকদের সুবিধা ভাবে পানি পেতে খাল খননের শুভ উদ্বোধন করেন। এই খাল খননের ফলে ঐতিহাসিক নাককাটি বিলে কৃষকদের প্রকৃতির উপর নির্ভর না করে সরাসরি খাল থেকে পানি সরবরাহ করে শেষ কাজ পরিচালিত হতো। বর্ষাকালে অতিবৃষ্টি হলে সহজে বিল থেকে পানি বের হয়ে যেত। শুকনো মৌসুমে প্রয়োজন মত কৃষকরা সেচ কাজে পানি ব্যবহার করে করতেন। খরা পীড়িত এলাকায় পানি ও জলের হাহাকার দূর করার মানসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ মার্চ মাসে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে খাল খনন করেছিলেন। একজন প্রেসিডেন্ট মাথায় মাটির ডালি তুলে নিয়ে লক্ষ জনতাকে অবাক করেছিলেন। বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান, এবং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু ঐতিহাসিক এই খাল পুন: খননের দাবী জানান। বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু। বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরেফিন কনক, ছাত্রদল নেতা রাকিবুর রহমান প্রমুখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মেস্তাফিজুর রহমান, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের আউচপাড়া ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *