ঢাকাSunday , 12 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

Somoyer Kotha
January 12, 2025 1:50 pm
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাঁশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দার বাঁশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই বাসে থাকা অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতরে অন্য কোনো যাত্রী রয়েছে কিনা তা তল্লাশি শেষে উদ্ধার কাজ শেষ করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।