• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ ৩:০০

উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা। সেখানে গত এক সপ্তাহে ১০ সেনার মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন, এর আগের দুইদিনে তিনজনের মৃত্যু হয়। আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে চারজনের মৃত্যু হলো। এরমাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট ৪৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে যুদ্ধে প্রাণ গেছে ৪০২ দখলদারের।

আরও পড়ুনঃ  ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

ইসরায়েলের সঙ্গে ১৫ মাসের বেশি সময় ধরে হামাসের যুদ্ধ চলছে। তবে এবার এই যুদ্ধের সমাপ্তি চাচ্ছেন ইসরায়েলি সেনাদের বাবা-মায়েরা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে খোলা চিঠি লেখেন ৮০০ বাবা-মা। এতে তারা বলেছেন, “আমরা আপনাকে আমাদের সন্তানদের বলি হতে দিতে পারি না। সেনাবাহিনীর গাজায় অবস্থানের কোনো কারণ নেই। গাজায় যে যুদ্ধ হচ্ছে সেটির কোনো দিগন্ত নেই। এমন যুদ্ধ আমাদের ইতিহাসে নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে টিকে থাকতে আপনি এ যুদ্ধ অব্যাহত রেখেছেন।”

আরও পড়ুনঃ  ইইউর অভিন্ন আশ্রয় নীতির দ্রুত বাস্তবায়ন চায় ইতালি

গতকাল শনিবার যে চারজনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্র যোদ্ধা। এরপর তাদের লক্ষ করে গুলিও ছোড়েন তিনি।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675