স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৯ জানুয়ারি ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত হয়ে জনাব মোঃ রহমতুল্লাহ সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর মহাব্যবস্থাপক হিসেবে ১২ জানুয়ারি ২০২৫ তারিখে যোগদান করেন।
রাকাব-এ যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংক পিএলসি-তে উপ-মহাব্যবস্থাপক (তথ্য ও প্রযুক্তি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সিস্টেম এনালিস্ট) হিসেবে রূপালী ব্যাংক পিএলসি-তে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ের আইসিটি সিস্টেম বিভাগ, আইসিটি অপারেশন বিভাগ এবং ব্যবস্থাপনা ও তথ্য বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজী বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজী বিষয়ে স্নাতক (সম্মান) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে Common Wealth Executive MBA (CEMBA) ডিগ্রি লাভ করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উভয় পর্বে উত্তীর্ণ হয়েছেন। জনাব রহমতুল্লাহ Cisco Certified Network Associates (CCNA); Certified Data Center Facilities Operation Manager (CDFOM) Certified Data Center Specialist (CDCS) সহ বিভিন্ন প্রফেশনাল ডিগ্রীও অর্জণ করেন। তিনি রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।