• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সালমান আমার ভালো বন্ধু : কঙ্গনা

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ ১০:৩৭

সালমান আমার ভালো বন্ধু : কঙ্গনা

অনলাইন ডেস্ক : বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। তবে এ অভিনেত্রী কখনও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও একাধিক বার সুযোগ আসলেও তা ফিরিয়ে দিয়েছেন। সিনেমায় অভিনয় না করলেও ভাইজানের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রয়েছে কঙ্গনার।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছে কঙ্গনার কাছে। তবে শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

এদিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সালমান আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে কাজ করার অনেক সুযোগ পেয়েছি। তবে কোনোভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।’

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

‘সালমানের অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ তাকে অনেক ভালোবাসেন। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা তাকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন।’

কঙ্গনার কথায়, ‘আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা করতে চাই কি না। কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব।’

আরও পড়ুনঃ  সেই ‘হেনা’কে টাঙ্গাইলে খুঁজে পেলেন বাপ্পারাজ!

‘আমি মনে করি, ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। তবে একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675