নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আওয়ামী শাসনামলে দেশের খেলাধুলাসহ সবকিছু একটি রাজনৈতিক চক্রের ভেতর আবদ্ধ ছিল। সে সময়ে দেশের ক্রীড়াঙ্গনে যোগ্য ব্যক্তিরা জায়গা পেতেন না।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়ায় কলম উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করে এসব কথা বলেন দুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন খেলায় যারা যোগ্য খেলোয়াড় তারাই খেলবে এবং তাদের খেলার ব্যবস্থাই করা হবে। ফলে যোগ্যরাই বের হয়ে আসবে এবং এগিয়ে যাবে।
দুলু বলেন, আমরা ক্ষমতায় থাকতে নাটোরে মানুষের সব দাবি পূরণ করেছি। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল, আমি জানি না এখানে কেন উন্নয়ন হয়নি। এখানকার মানুষ কলমে পৌরসভা চায়, থানা চায়, উপজেলা চায়। আসলে খেলার মাঠে এসে এসব দাবি পূরণ করা সম্ভব না। আমি বলতে চাই, কলম সিংড়া থেকে অনেক দূরে হয়। আল্লাহ্ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই কলমকে শহর বানাবো। আমি জানি না আওয়ামী লীগ কেন করেনি, আমরা যেটা বলি, সেটা করি। আমি কথা দিলাম, কলমে পৌরসভা, থানা প্রয়োজন হলে উপজেলার ব্যবস্থা করবো।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়বো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।