নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞানমেলার উদ্বোধন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মান্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমাবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক/ বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি স্টল অংশগ্রহণ করে। আগামীকাল মঙ্গলবার সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
আলোচনা সভায় অতিথিরা আগামীর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান জানান।