নওগাঁ প্রতিনিধি :নওগাঁ আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।
সোমবার বিকালে পরিদর্শনকালে তিনি নির্মানাধীন বন্যা আশ্রয় কেন্দ্রের কাজের অগ্রগতি, কলেজের ডিজিটাল কর্মসূচি,শ্রেণি কার্যক্রম, ফলাফল,শিক্ষক-শিক্ষার্থী হাজিরা খাতাসহ সব ধরণের নথি,পাঠগার, ল্যাব, শ্রেণি কক্ষ, স্যানিটেশন ইত্যাদি খুঁটি নাটি বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কলেজের সার্বিক কাযক্রমে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন ছাত্রছাত্রী সংখ্যাবৃদ্ধি,খেলার মাঠ সংষ্কার ও গুনগত কারিগরি শিক্ষা বিস্তারে শিক্ষকদের আন্তরিকতার সহিত শিক্ষা দানের পরামর্শ প্রদান করেন।
এ সময় আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য লায়লা বিবি,প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, এসএম মাসুদ পারভেজ, রিপন সরদার,মামুনুর রশিদ,সোহেল রানা,ইদ্রিস আলী,হারুন অর রশিদ উজ্জল, খালেক হাসান, আফাজ উদ্দীন, আবু বকর সিদ্দিক,রফিকুজ্জামান মানিক, জিয়াউর রহমান জুয়েল, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং A2I প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসাবে নির্বাচিত হয়। একই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২,২০২৩ এ নওগাঁর এবং ২০২৪সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান,কারিগরি) নির্বাচিত হন।