• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চার নতুন মুখ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ ৮:৪৮

চার নতুন মুখ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা চলছে পুরোদমে। সোমবার ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। সেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। আর চার নতুন মুখ উইয়ান মুল্ডার, টনি দে জর্জি ও রায়ান রিকেলটন। প্রথমবারের মতো প্রোটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন তারা।

প্রোটিয়াদের বোলিং বিভাগেটা আলাদা করে নজর কাড়বে এই আসরে। নরকিয়া, এনগিডিদের সাথে রয়েছেন কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে ঝড় তুলতে আছেন হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা। অলরাউন্ডার আছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মাল্ডাররা।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার দলের অভিজ্ঞতাকেই দেখছেন মূল শক্তি হিসেবে, ‘এই স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেবে। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। আমরা ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০ জনকে নিয়েছি। সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে আমরা অনেকদূর পৌঁছাতে পারব। এই টুর্নামেন্টেও আমাদের এটাই লক্ষ্য।’

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।

সর্বশেষ সংবাদ

সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৭
ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৭
কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675