সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আয়োজন চলছে : গোলাম পরওয়ার

সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আয়োজন চলছে : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। সব খুনের মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা। লগিবৈঠা দিয়ে হত্যা থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার।

তিনি বলেন, উনি (শেখ হাসিনা) পালিয়ে চলে গেছেন । যেখানকার মাল সেখানেই চলে গেছেন। ওখানে বসে ষড়যন্ত্র করছেন। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। মাঝে মাঝে দেশের লোকদের অডিও-ভিডিও বার্তায় বলে- তোমরা অস্থির হয়ো না, আমি যে কোনো সময় ঢুকে পড়বো। আরে, ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কী করে। ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করতেছিল, আপনার যে কী অবস্থা হতো এদেশের জনগণ, জাতি ও দুনিয়া দেখতে পেত।

আরও পড়ুনঃ  গৃহবধূর মুখে স্প্রে ছিটিয়ে হত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা জামায়াতের উদ্যোগে জেলা মুক্ত মঞ্চে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নামে ২২৬টি মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন, এখন সেই ট্রাইব্যুনালে আপনার (শেখ হাসিনা) ফাঁসির আয়োজন চলছে।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অনেকে বলছেন সংস্কার দরকার নেই। না, সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে ২০১৪, ১৮ ও ২৪-এর মতো ভোট হবে। ছাত্রজনতার এই রক্ত বৃথা যাবে। নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ, সিভিল বিভাগ, বিচার বিভাগসহ ৭-৮টি জায়গায় সংস্কার করতে হবে। এরপর সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, পিস্তলসহ আটক ১

জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুরের সহকারী অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য সামচুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *