• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় বিএনপি নেতা ইউপি সদস্য ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ ১১:২৯

নওগাঁয় বিএনপি নেতা ইউপি সদস্য ছুরিকাঘাতে হত্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান (৪০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের আজাদের ছেলে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতপুর ইউনিয়নের বালাশহিদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে মাইদুর রহমানের সঙ্গে গোপিনাতপুর গ্রামের আব্দুর রহিম এবং তার ছেলে ইসমাইলের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমানসহ কয়েকজন বিবাদমান ওই জমি মাপ দিচ্ছিলেন। এ সময় আব্দুর রহিম ও তার ছেলের সঙ্গে কথাকাটাকটির একপর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এ সময় অন্যরা মাইদুরকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

এ বিষয়ে পোরশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ বিবদমান জমির মাপ দেওয়ার একপর্যায়ে মাইদুর রহমানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675