• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ১০:১৮

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় এই অনুশীলন বাতিল করে তারা। তবে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা হওয়ায় আগামীকাল থেকে আবারো অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এমনটা জানানো হলেও ক্রিকেটাররা দিয়েছেন ভিন্ন তথ্য।

রাজশাহীর স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি তারা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানিয়েছিলেন সেই ক্রিকেটার।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

তবে আজ রাতের মধ্যেই সেই সমস্যার সমাধান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আগামীকাল ক্রিকেটাররা অনুশীলন করবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানায়নি তারা।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডীয়ামে অনুশীলন করবে রাজশাহী। এর পরের দিন অর্থাৎ আগামী ১৭ জানুয়ারী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675