অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আগ্রহের কমতি নেই। ইউরোপের গণ্ডি পেরিয়ে ২০২৩ সালে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন। শুরুতে বিষয়টি বিস্ময় জাগালেও তার দেখাদেখি করিম বেনজেমা, সাদিও মানে এবং নেইমার জুনিয়ররাও এখন খেলছেন সৌদি প্রো লিগে। এরই মাঝে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ, স্বভাব নতুন চুক্তি প্রস্তুত করছে আল-নাসর। যেখানে সিআরসেভেনের পারিশ্রমিকের অঙ্কটা দেখলে ‘চোখ কপালে ওঠা’র উপক্রম হতে পারে!
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ বলছে, নতুন চুক্তি হলে সৌদি ক্লাবটি থেকে দিনে সাড়ে ৫ লাখ ইউরো বা ৬ কোটি ৯০ লাখ টাকা ঢুকবে পর্তুগিজ তারকার পকেটে। চুক্তি অনুযায়ী– বছরে রোনালদোর পারিশ্রমিক হবে ১৮৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা। যা মাসের হিসাবে ১৫ মিলিয়ন ইউরো (১৮৮ কোটি টাকা) এবং সপ্তাহের হিসাবে ৩.৮ মিলিয়ন (সাড়ে ৪৮ কোটি টাকা) ইউরো।
২০২৩ সালে রেকর্ড পারিশ্রমিকে আল নাসরে যোগ দেন রোনালদো। নতুন চুক্তিতে এর পরিমাণ আরও বেড়েছে। দুই বছর আগে দলবদলের বাজারে তোলপাড় তুলে রোনালদো যোগ দেন সৌদি ক্লাবটিতে। পর্তুগিজ মহাতারকাকে দিয়েই মূলত সৌদি লিগের নবযাত্রা শুরু। ২০২৫ সাল পর্যন্ত করা এ চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমের জন্য রোনালদোর পারিশ্রমিক ধরা হয় রেকর্ড ২০ কোটি ইউরো করে। যা বেতনের দিক থেকে শীর্ষ স্থানে তুলে দেয় রোনালদোকে। এবার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ডটি আরও পাকাপোক্ত করতে যাচ্ছেন।
যদিও এবার বোনাস কত বাড়ছে সেটা এখনও প্রকাশ করা হয়নি। তবে পারিশ্রমিকের অঙ্কটা অতীতের সব রেকর্ড ছাড়াতে যাচ্ছে। জানা গেছে, নতুন চুক্তির বিষয়ে শিগগিরই দু-পক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে। বার্ষিক বোনাসের পাশাপাশি ক্লাবের মালিকানার ৫ শতাংশও নাকি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রোনালদোকে। বোঝাই যাচ্ছে পর্তুগিজ তারকাকে দলে ধরে রাখতে আল-নাসর কতটা মরিয়া।
সম্প্রতি সৌদি ক্লাবটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। নতুন করে নির্বাহী এবং প্রেসিডেন্ট নিয়োগেও নাকি রোনালদোর ইচ্ছার বিষয়টি জড়িয়ে আছে। আল নাসরে তার অবদান ও আবেগকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ছাড়া এর পেছনে আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে– আল নাসরকে আরও শক্তিশালী ক্লাবে পরিণত করা। ভালো ফুটবলার দলে ভিড়িয়ে টুর্নামেন্টে সাফল্য এবং রাজস্ব বাড়াতেও চালিকা শক্তি হতে পারেন সিআরসেভেন। বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়েও হারতে হয়েছে আল-হিলালের কাছে, তাদেরকে টেক্কা দেওয়াই এখন বড় লক্ষ্য আল-নাসরের।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিজের সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্যাসেমিরোকে দলে ভেড়াতে চান রোনালদো। এর আগেও ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে আল নাসরে নেওয়ার গুঞ্জন চলছিল। বর্তমানে ইউনাইটেডেও ফর্ম নিয়ে তিনি কিছুটা ধুঁকছেন, ফলে দুইয়ে দুইয়ে চার মিললে পর্তুগিজ তারকারই লাভ। পরবর্তী ম্যাচে রোনালদোর আল নাসর আগামী বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-তায়ুনের বিপক্ষে খেলবে।