• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে তারুণ্য উৎসব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৯:২০

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে তারুণ্য উৎসব

এম এ রশীদ সিলেট : “এসো নিজে বদলাই, দেশ বদলাই’,এ প্রতিপাদ্য নিয়ে এবার তারুণ্যের উৎসব উপলক্ষে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে বৃহস্পতিবার দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। এ সময় পিঠা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব ও অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান সহ কলেজের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। এই তারুণ্য মেলা আগামীতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত দেন পরিদর্শকরা।

আরও পড়ুনঃ  ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে প্রায় ১০ টি স্টল নিয়ে পিঠা সহ নানা ধরনের শিল্পকর্মে পসরা সাজানো হয়। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান শিক্ষার্থীরা। আয়োজক প্রতিষ্ঠানের দাবী, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে তরুণীদের এই ব্যতিক্রমী উদ্যোগ। প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন কলেজের দায়িত্বশীলরা।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

শিক্ষার্থীরা মেতেছিল তারুণ্য উৎসবে। কেউ কিনছেন, কেউ খাচ্ছেন। আবার কেউবা নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনটি তরুণীদের আকর্ষণ করেছে। পাশপাশি বিভিন্ন ধরনের পিঠা ও শিল্পকর্ম তৈরি করে স্টলে বিক্রি করার মাঝেই আনন্দ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। প্রতিটি স্টলই ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তাই আগামীতে এ রকম মেলার আয়োজন করার অনুর্ভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675