• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘খুব ভয় হচ্ছিল’

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৯:৪০

‘খুব ভয় হচ্ছিল’

অনলাইন ডেস্ক : বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। নিয়মিত করছেন পোস্ট।

সম্প্রতি এক পোস্ট করে কান চলচ্চিত্র উৎসব যাওয়ার পর যা ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন। পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘কানের প্রথম দিন, আমি প্রথমবারের মত একা কোথাও এসেছি , তাও এত বড় একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, খুব ভয় হচ্ছিল।’

আরও পড়ুনঃ  নীতা আম্বানির পোশাক পরে বিয়েতে হাজির নীতু!

তার কথায়, ‘আমার স্বপ্নের জায়গায় আমি কেবল পা টা রাখতে পারলাম। এখনো অনেক পথ বাকি। একা একাই মেকআপ, হেয়ার সব। আমি যে হোটেলে উঠেছি, এই হোটেল মালিক একজন নারী,তার নাম তাজ। সে জেনে খুবই খুশি হলো আমি বাংলাদেশের একজন অভিনেতা।’

আরও পড়ুনঃ  ‘কখনোই অভিনেতা বিয়ে করবে না’, মেয়ে সোহাকে শর্মিলা

এরপর অভিনেত্রী বলেন, আমি বললাম আমি একা, তুমি আমাকে একটু সাহায‍্য করবে জামা কাপড় পরার সময়। তাজ প্রতিবার আমাকে তৈরী হতে সাহায‍্য করেছে । একজন ফরাসী নারী ও বাঙালি নারী বন্ধু হয়ে উঠলাম।’

ভাবনার ভাষ্য, ‘তাজ খুব ভালো কেক বানায়, আমাকে ওর বানানো কেক এর সব ছবি দেখালো। আমাদের দুজনের মধ‍্যে একটা সুন্দর মিল আছে, তারাও দুই বোন। দুই বোন মিলেই হোটেল টা চালায়।’

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

শেষে বলেন, ‘তাজ এর জন্যে আমার কান যাত্রা অনেক আরামের হয়েছিল। মানুষ মানুষের সাহায‍্য পায়। আমি এভাবেই মানুষের ভালোবাসা পেয়েছি পুরো কান যাত্রায়।’

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675