রওশন আরা শিলা, আত্রাই (নওগাঁ ) প্রতিনিধি : শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফমের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ে ডেমক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের ও সুইজার ল্যান্ডের অথায়নে বৃহস্পতিবা বিকাল ৪ ঘটিকায় আত্রাই আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আস্থাযুব ফোরাম ও নাগরিক প্লাটফমের সদস্য বৃন্দের আয়োজনে অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলাযুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর,। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবিকা সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, ডেমক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ রিমা আক্তার, সদস্য মিতুমনি, আত্রাইয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্প্রিং টন মিউজিসিয়ান ব্যান্ড সত্বাধিকার মোঃ উজ্জল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন। সন্ধ্যায ডেমক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের নিজস্বনাট্য গোষ্টির শিল্পিদের পরিবেশনায় “ দিন বদলের কিচ্ছা” নাটক পরিবেশন হয়।