• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৬:১৯

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।

ফকরুল হাসান বাবলু উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।

বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে পুরোনো বাড়ির পাশের আমি আলাদা বাড়িতে বসবাস করি। পুরোনো বাড়িতে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কুকুরের ডাকাডাকিতে বাইরে বেরিয়ে কিছু পাইনি। পরে তিনটি বিকট শব্দ শুনতে পাই। আতঙ্কিত হয়ে ঘরের জানালা দিয়ে আলো–আঁধারের মধ্যে তিন-চার লোককে যেতে দেখেছি। বাড়ির ভেতরে দুটি ও সামনে একটি ককটেল ফাটিয়ে তারা। পুলিশ ছয়টি ককটেল সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।’

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

ফকরুল হাসান বাবলু বলেন, ‘উপজেলার গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে শুনি ককটেল ফাটিয়েছে। একটি ফেসবুক আইডি থেকে কদিন আগে বিএনপিকে সাবধান করে স্ট্যাটাস দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব।’

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

এ ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে দুটি ও সামনে একটি বিস্ফোরিত এবং বিভিন্ন স্থান থেকে আরও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675