• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৬:০০

আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচীতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরে রাজশাহীর গণকপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ করে।

নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার জন্য উগ্র সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে ও আদিবাসী গ্রাফিতিযুক্ত পাতা ছিড়ে ফেলার অপচেষ্টা করে। এতে করে আদিবাসীরা ১৪ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে আদিবাসী গ্রাফিতি পূর্নবহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে। ঘটনাস্থলে উগ্রসাম্প্রদায়িক সংগঠনটি আদিবাসী ছাত্র-জনতার উপর বর্বরোচিত হামলা চালায় ও গুরুতর যখম করে।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

পরদিন ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে আদিবাসীদের ছত্রভংগ করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। আরো বক্তব্য রাখেন আদিবাসীনেতা আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,মুস্তাফিজুর রহমান খান আলম,ন্যাপ সভাপতি রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,বক্তব্য রাখেন শ্যামল কুমার খালকো,যাদু কুমার দাসসহ আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজশাহী সফরে আসছেন শনিবার

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675