Home বিনোদন শর্ত ভেঙে চুমু, সবার সামনে অস্বস্তিতে তামান্না!

শর্ত ভেঙে চুমু, সবার সামনে অস্বস্তিতে তামান্না!

শর্ত ভেঙে চুমু, সবার সামনে অস্বস্তিতে তামান্না!

অনলাইন ডেস্ক : দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘লাস্ট’ নামের একটি সিরিজে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। যদিও একটা সময় ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না নায়িকা। নিজেকে শর্ত দিয়েছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না তিনি। কিন্তু ‘লাস্ট’সিরিজে এক চুমু দৃশ্যে কাজ করে স্বেচ্ছায় সেই শর্তটি ভাঙেন তামান্না।

যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তামান্না ভাটিয়ার। অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হতো তাকে। তামান্না বলেছিলেন, ‘আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।’

তামান্না বলেন, ‘ক্যারিয়ারে দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতো আমাকে। আমার কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি। আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।’

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন সিনেপাড়ার হট কুইন। একটা সময় বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সেলেবই বর্তমানে উত্তাপ ছড়াচ্ছেন নেটমাধ্যমে। ২০২৪-এর শেষে স্ত্রী টু ছবি থেকে তার ‘আজ কি রাত’ গান ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে তামান্নার উপস্থিতি দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here