তানোরে স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে নবজাতকের লাশ উদ্ধার

তানোরে স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে নবজাতকের লাশ উদ্ধার

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে ৭মাসের নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক ডাক্তার জিলিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে প্রায ৭ মাসের নবজাতকের লাশটি দেখতে পাই অন্য রোগীর স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসককে খবর দেন তারা। পরে তানোর থানা পুলিশকে খবর দেয়া হলে তানোর থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  ঢাকায় অপহৃত মাদ্রাসা শিক্ষক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক বলেন, নিচ তলার বাথরুম (আউটডোরের) বাথরুমে নবজাতকের লাশ দেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে খবর দেয়। তিনি বলেন, কিভাবে এখানে (বাথরুমের) নবজাতকের লাশ আসলো বলা যাচ্ছে না। আউটডোরে সকাল থেকেই রোগীর ভীড় লেগে থাকে, অয়তোবা কেউ রোগী সেজে এখানে নবজাতকের লাশ ফেলে গেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য এসআই নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

তানোর থানার এসআই ঘটনার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তদন্ত চলছে,, তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *